৬ দিনের ব্যবধানে বাবা ও মাকে হারানোর শোকে বার বার মুর্ছা যাচ্ছেন ছেলে আজাহার (১৮) ও হৃদয় (১৫)। ফেনী সরকারি কলেজ থেকে এবার এইচএসসি দেয়ার কথা রয়েছে আজাহারের এবং তার ছোটভাই হৃদয় স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
ফেনী জেলা ক্রিকেট একাডেমির কোচ রিয়াজ উদ্দিন রবিন জানান, আজাহার বার বার জ্ঞান হারিয়ে ফেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথিবীতে তাদের আপনজন বলতে এখন রয়েছে তারা দুই ভাই। এই নিয়ে ক্রিকেট পাড়াসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।বাংলার চোখ নিউজ