ওসমান হারুনী :
জামালপুরের ইসলামপুর পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের লিজকৃত ফসলি জমি বেদখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা মৌজায় বিআরএস খতিয়ান নং-১৩৭৭ ও ১৩৮০, বিআরএস-২২৯৯, ২৩৩০, ২৩৩৫, ২৩৩৬, ২৩৪৩, ২৩৪৪, ৫৯৪২নং দাগের প্রশাসন কর্তৃক সীমানা নির্ধারণকৃত পচবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৪ একর ৪০ শতাংশ কৃষি ভূমি মোঃ ছানোয়ারা বেগম পত্তন গ্রহণ করে গত বছর থেকে ফসল ফলিয়ে আসছেন।
ছানোয়ারা বেগমের স্বামী উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য আব্দুল হাকিমের অভিযোগ বর্তমানে ইরি মৌসুমে তাদের জমি আবাদ করতে গেলে বিবাদী জয়নাল আবেদীন উক্ত জমিতে তার স্বত্ব রয়েছে বলে অনুধিকার প্রবেশ করে হাল চাষ করার পায়তারা করছেন।
এ ব্যাপারে ভোক্তভোগী আব্দুল হাকিমের পরিবার আইনের আশ্রয় নিলে ইসলামপুর থানা পুলিশ গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। বিবাদীদের আদালতের নির্দেশ বা ডিগ্রী ব্যতীত পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পত্তন দেওয়া উক্ত জমিতে ফসল ফলাতে নিষেদধাজ্ঞা দেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে উক্ত জমি একজনকে ৫ বছরের পত্তন দেওয়া হয়েছে। উক্ত জমি কেউ বেদখল বা মালিককে ফসল ফলাতে বাঁধা দেওয়া বেআইনী।
//এমটিকে