উনষাট বছর পর বিপজ্জনক মাদকের তালিকা থেকে গাঁজা এবং চরসকে সরানোর প্রস্তাব পেশ করেছে জাতিসংঘ। বুধবার (০২ ডিসেম্বর) জাতিসংঘের মাদক বিষয়ক কমিশনের ৬৩তম অধিবেশনে ভোট হয় এই বিষয়ে। ভারতসহ আমেরিকা এবং ইউরোপের অধিকাংশ দেশই বিপজ্জনক মাদকের তালিকা থেকে গাঁজা ও চরসকে বাদ দেওয়ার পক্ষে সায় দেয়।
তবে বিপক্ষে ছিল ২৫টি দেশ। যাদের মধ্যে রয়েছে চীন, রাশিয়া ও পাকিস্তানের মত দেশগুলো। তবে একমাত্র দেশ হিসেবে ইউক্রেন কোনো দিকে মত দেয়নি।
জাতিসংঘ একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, ১৯৬১ সালের নিষিদ্ধ মাদকের তালিকা থেকে গাঁজাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। এই ভোটকে ঐতিহাসিক বলে আখ্যা দেওয়া হয়েছে। কারণ, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এই ধরনের মাদকগুলো ওষুধ তৈরিতে ব্যবহারের রাস্তা খুলে গেলো।
২০১৯ এর জানুয়ারি মাসে বিশ্বস্বাস্থ্য সংস্থা জাতিসংঘের বিপজ্জনক মাদকের তালিকা নিয়ে ৬টি প্রস্তাব দেয়। তার মধ্যে অন্যতম ছিল গাঁজা ও চরসকে বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব। অবশেষে বুধবার সেই ভোটাভুটির মধ্য দিয়ে ‘হু’এর মতকে সায় দিল জাতিসংঘ।