ব্যাগ গুছিয়ে ট্রাম্পের বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।
সব সমীকরণ উল্টে দিয়ে গতবারের মতো এবারও চমক দিতে চাইছেন ট্রাম্প। ৩ নভেম্বর চূড়ান্ত বিজয় ছিনিয়ে নিতে শেষ মুহূর্তের প্রচারে এখন তাই মরিয়া ট্রাম্প শিবির।
শনিবার পেলসিলভানিয়ায় চারটি সমাবেশে অংশ নেন তিনি। রাজ্যটিতে এখনও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন।
হোয়াইট হাউসে আরও চার বছর থাকার লড়াইয়ে রোববার থেকে প্রচারাভিযান আরও জোরদার করেছেন তিনি। খবর রয়টার্স ও এএফপির।
মিশিগানের ডেট্রয়েটে এক নির্বাচনী সমাবেশে জো বাইডেন বলেন, ‘যে প্রেসিডেন্ট জাতির মধ্যে বিভেদ তৈরি করেছেন, জাতিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং দেশে ঘৃণা ছড়িয়েছেন তিনদিনের মধ্যেই আমরা তার সমাপ্তি ঘটাতে পারি।’
জো বাইডেন বলেন, তিনি এই নির্বাচনে বেশ আশাবাদী যে, আমেরিকানরা ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য এবার ভোট দেবেন।