বাংলার চোখ নিউজ :
ব্রাজিলে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার পরিচয়পত্র (লেটারস অব ক্রেডেন্স) পেশ করেছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার বাংলাদেশি রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার পরিচয়পত্র পেশ করেন। আগামী বছর ব্রাজিল ও বাংলাদেশ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে ভালো ফলাফল বয়ে আনবে, বিশেষ করে বাণিজ্যে; যা চলতি বছর নতুন এক উচ্চতায় স্থান পেয়েছে।
গত ২ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে ব্রাজিলের রাষ্ট্রদূত করার ঘোষণা দেয়।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৮তম ব্যাচের কর্মকর্তা কূটনীতিক সাদিয়া ফয়জুননেসা ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কূটনীতিক হিসেবে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ছাড়াও বার্লিন ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন।
এমটিকে//বাংলারচোখ