ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচনের ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমদকে উদ্ধারে মাঠ প্রশাসনকে নির্বাচন কমিশন (ইসি) কঠোর নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন কমিশনার রাশেদা সুলতানা।
সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি, যেখান থেকে পারেন অতিদ্রুত তাকে উদ্ধার করুন। আপনারা উদ্ধার করতে পারবেন না- এটা বিশ্বাস করি না। আমরা বলেছি- আপনারা চেষ্টা করেন বাইরে নিয়ে আসেন। যেভাবে হোক। এই নির্দেশ আমরা দিয়েছি। আপনারা তাকে উদ্ধার করেন। তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) বলেছি- আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন, ইলেকশনের আগে উনাকে বাইরে নিয়ে আসেন, যেভাবে হোক। যদি নির্বাচনের আগে হয়, তাহলে তো আরও ভালো। মিডিয়ার সামনে উনি আসবেন, দেখবেন, কথা বলবেন।
রাশেদা সুলতানা আরও বলেন, আর যদি একান্ত না-ই হয়, তখন তো.. অ্যাকচুয়েলি আমাদের হাতে তো ওটা নেই যে.. নিজে গিয়ে ধরে আনবো। কমিশন তো নিজে গিয়ে ধরে আনতে পারবে না। আমাদের কাছে তো সেটা নেই। কমিশন ব্যবস্থা নেবে বলবে। আমরা এরই মধ্যে সেটা করে ফেলেছি। কঠোর নির্দেশ দিয়েছি।
বাংলার চোখ নিউজ