1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | বড় জয়ে শীর্ষস্থান নিজের দখলেই রাখলেন সিলেট স্ট্রাইকার্স
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন

বড় জয়ে শীর্ষস্থান নিজের দখলেই রাখলেন সিলেট স্ট্রাইকার্স

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

বড় জয়ে শীর্ষস্থান নিজের দখলেই রাখলেন সিলেট স্ট্রাইকার্স। খুলনা টাইগার্সকে আজ (সোমবার) ৩১ রানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।

দশম ম্যাচে এটি আট নম্বর জয় সিলেটের। তাদের প্লে-অফ বলতে গেলে নিশ্চিত। অন্যদিকে অষ্টম ম্যাচে খুলনার এটি ষষ্ঠ হার।

১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল করেন ১০ বলে ১২। এরপর শাই হোপ (২২ বলে ৩৩) আর আজম খানের (১৭ বলে ৩৩) ব্যাটে কিছুটা সময় লড়াই করেছে খুলনা।

সিলেটের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুবেল হোসেন। তবে ৪ উইকেট পেলেও তিনি খরচ করেন ৩৭ রান। দুটি করে উইকেট নেন মোহাম্মদ আমির আর রেজাউর রহমান রাজা।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমেছিল সিলেট। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তারা তোলে ৪২ রান। তবে সেট হওয়ার পরই হাত খুলে খেলতে থাকেন হৃদয় আর জাকির।

দ্বিতীয় উইকেটে ১১৪ রানের বড় জুটি গড়েন এই দুজন। হৃদয় ৪৯ বলে ৯ বাউন্ডারির সাহায্যে করেন ৭৪ রান। ৩৮ বলে জাকিরের ৫৩ রানের ইনিংসে চারের চেয়ে ছক্কা দ্বিগুণ (২টি চার, ৪টি ছক্কা)।

শেষদিকে রায়ান বার্ল ১১ বলে ২২ আর থিসারা পেরেরা ৭ বলে ১৭ রানের ক্যামিওতে সিলেটকে ১৯২ রানের বড় সংগ্রহ পর্যন্ত নিয়ে যান।

খুলনার মার্ক দয়াল ২ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪০ রান।

বাংলার চোখ নিউজ

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews