মহিউদ্দিন :
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার চাঞ্চল্যকর শিশু হত্যা ও গণধর্ষণ মামলার ঘটনার সাথে জড়িত আসামীদের মধ্য থেকে দুই আসামীকে(১ফেব্রয়ারী) মঙ্গলবার দুপুরে আটক করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রফিক পাটওয়ারীর ছেলে আকবর হোসেন লাবু (৩২) ও পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে ইসমাইল মৃধা (৩২)।
ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আরমান হোসেনের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর থানার ওসি তদন্ত আরমান হোসেন বলেন, দীর্ঘ তিন মাস পর বিভিন্ন কৌশল অবলম্বন করে আজ তাদেরকে গ্রেপ্তার করেছি। তিনি বলেন অপরাধ করে কেউ ছাড় পাবে না।
ওই ঘটনায় এ পর্যন্ত মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে আজ দুজন আসামি পুনরায় গ্রেপ্তার হওয়ায় প্রশংসায় ভাসছেন ভোলা সদর থানার ওসি তদন্ত আরমান হোসেন।
//এমটিকে