নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে জননেতা আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন জায়গায় বিশ্ব জলবায়ু ও সামাজিক পরিবেশের উন্নয়নে বৃক্ষরোপন করে আসছে।
চলমান কাজের অংশ হিসেবে নজরুল ইসলাম বাবুর বিশস্থ সৈনিক শাহ আলী মিয়া মাসুদের নেতৃত্বে ব্যাচ-১০ কর্তৃক আয়োজিত মুজিব শতবার্ষিকী উপলক্ষে বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জায়গা বৃক্ষ রোপন করে। এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, বিশনন্দী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কামাল ফকির, প্রফেসর আনোয়ার হোসেন, জালাল সরকার, বিল্লাল নেওয়াজ, আবুল মেম্বার, রিপন খন্দকার, হাবিবুর রহমান হবি, রাসেল নেওয়াজ ও ব্যাচ-১০ নেতৃবৃন্দ।
এই বিভাগের আরও খবর...