র্জেন্টাইন সুপারস্টার ও বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন হাভিয়ের তেবাস। বার্সেলোনার গোলমেশিনকে অর্থ তৈরির যন্ত্রের সঙ্গে তুলনা করেছন লা লিগা সভাপতি।
বার্সেলোনা ছেড়ে মেসি চলে গেলে তার প্রভাব লা লিগায়ও পড়ত। এমনটি জানিয়ে লা লিগা সভাপতি বলেছেন, মেসিকে স্পেনে খেলতে দেখতে আমি ভালোবাসি। সে অর্থ তৈরির যন্ত্র। অনেক বছর ধরে আমরা মেসি ও রোনালদোর লা লিগা ছেড়ে চলে যাওয়া নিয়ে প্রস্তুতি নিচ্ছি, যেন আর্থিক আঘাতটা না আসে। নেইমার পিএসজিতে যাওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে ফরাসি লিগ কিন্তু বেড়ে ওঠেনি। রোনালদোজুভেন্টাসে যোগ দেয়ায় সেরি-এ লিগেও তেমন কোনো প্রভাব পড়েনি।
তেবাস আরও বলেছেন, যদি মেসি চলে যেত এখনও সারা বিশ্বে আমাদের আগামী চার মৌসুমের স্বত্ব বিক্রি করা আছে। কেউ আমাদের বলেনি, মেসি চলে গেলে তারা চুক্তিটা শেষ করে দেবে। খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ, কিন্তু সবকিছু ঠিকই চলতে থাকে। রোনাল্ডো ও নেইমার চলে গেছে এবং আমরাও আরও উন্নতির ধারাবাহিকতা ধরে রেখেছি। এর কারণ লা লিগা ব্র্যান্ডের মানোন্নয়নে আমরা যে কাজগুলো করেছি, সেগুলো। আমি মনে করি, লা লিগা একটা ব্র্যান্ড এবং এ নিয়ে আপস করা যায় না।