1. [email protected] : mainadmin :
  2. [email protected] : Mohsin Molla : Mohsin Molla
  3. [email protected] : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | মেয়র আইভীর বাড়িতে শামীম ওসমান
রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ০২:৫১ অপরাহ্ন

মেয়র আইভীর বাড়িতে শামীম ওসমান

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

বাংলার চোখ ‍নিউজ :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে তার বাড়িতে গেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান। মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে শহরের দেওভোগ এলাকায় মেয়র আইভীর বাড়িতে গিয়ে পরিবরের সবাইকে সান্ত্বনা দেন তিনি।

এর আগে শহরের মাসদার এলাকার কবরস্থানে গিয়ে আইভীর মায়ের কবর জিয়ারত করেন শামীম ওসমান।

গত ২৫ জুলাই মেয়র আইভীর মা মমতাজ বেগম মারা যান।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে মেয়র আইভীর দেওভোগের বাড়ি ‘চুনকা কুটিরে’ যান শামীম ওসমান। বাড়িতে প্রবেশ করেই তিনি আইভীর দুই ভাই আহমেদ আলী রেজা উজ্জ্বল ও আলী রেজা রিপনকে সান্ত্বনা দেন।

মেয়র সেলিনা হায়াৎ আইভীর মায়ের কবরে এমপি শামীম ওসমানের শ্রদ্ধা

এরপর চুনকা কুটিরের বৈঠক খানায় আসেন মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তার ছোট বোন। এসময় আইভীর পাশে বসে শামীম ওসমান বলেন, ‘সবাইকে একদিন চলে যেতে হবে। চাচি খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আমি চাচির জন্য দোয়া করি। আমাদের উচিত সবাই সবার জন্য দোয়া করা।’

তিনি আরও বলেন, ‘আমি ১৯৯৬ সালে যখন এমপি হই, তখন এই চুনকা সড়ক (প্রয়াত আলী আহাম্মদ চুনকা, আইভীর পিতা) করে দিই। ওই সময় আমি এ এলাকায় আসলে চাচি আমাকে নিজ হাতে খাওয়াতেন। আমাদের এখন তার জন্য দোয়া করতে হবে। আমিও এতিম, আমি বুঝি এতিম হওয়াটা কত কষ্টের, সেটা যেই বয়সেই হই না কেন।’

শামীম ওসমানের সঙ্গে এ সময় সেখানে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীসহ সিনিয়র নেতারা।

শামীম ওসমান বেশ কিছুক্ষণ সেখানে বসেন। এ সময় সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আগামী শনিবার (৩১ জুলাই) বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল হবে। আমাদের মসজিদে আপনারা আসবেন।’

পরে শামীম ওসমান তার সঙ্গে সেখানে যাওয়া দলের নেতাকর্মীদের জানান, ‘শনিবার চাচির মিলাদ, আপনারা মাস্ক পরে এখানে আসবেন।’

এর আগে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের শামীম ওসমান বলেন, ‘মৃত মানুষের কোনো পরিচয় নেই। আমি মনে করি, আমার এখানে আরও আগে আসা উচিত ছিল। কিন্তু আপনারা জানেন, আমার স্ত্রী গুরুতর অসুস্থ। আজকে আপনাদের সকলের দোয়ায় একটু ভালো অবস্থায় আছেন।’

 

শেয়ার করুন...

Leave a Reply

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ  
Theme Customized BY LatestNews