1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | মে-জুনে তিনধাপে পাঁচ সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন

মে-জুনে তিনধাপে পাঁচ সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব জাহাঙ্গীর আলম, ছবি, সংগৃহীত

চলতি বছরের মে মাসের ২৩ থেকে জুন মাসের ২৩ তারিখের মধ্যে তিনধাপে পাচঁ সিটি করপোরেশনের ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে এসব নির্বাচন ভোটগ্রহণ করা হবে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এসব সিদ্ধান্ত জানান। বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সেখানে অন্যান্য কমিশনাররাসহ ইসি সচিবলেয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমান সিটি নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করতে চায়। তবে সে সিদ্ধান্ত পরবর্তীতে চূড়ান্ত হবে।

পাঁচ সিটি নির্বাচন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই শুরু করতে হবে জানিয়ে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘গাজীপুর, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা এগুলো নির্বাচনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এপ্রিলে রমজান। পরে ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত এসসসি পরীক্ষা চলবে। ২৯ জুলাই ঈদুল-আজহা। ঈদুল আজহার আগে এসএসসি পরীক্ষার শেষে ৫টি সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করবো সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে তফসিল ঘোষণা করবো তখন কোনটা কোন তারিখে বলা যাবে।’

এপ্রিলে মাঝামাঝি তফসিল ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘২৩ মের পরবর্তী সময় থেকে ২৩ জুনের পূর্ববর্তী সময়ের মধ্যবর্তী সময়ে তিন ধাপে পাঁচ সিটির ভোট করব।’

একটি ইলেকট্রনিক ভোটিং মেশিন কাস্টমাইজ করতে ১০ থেকে ১২ দিন সময় লাগে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের মাঝে ১০ থেকে ১২ দিন গ্যাপ থাকবে।

পাঁচ সিটিতে ইভিএম ব্যবহার হবে জানিয়ে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘সিসি ক্যামেরা রাখারও সিদ্ধান্ত হয়েছে। তবে তা পরবর্তীতে চূড়ান্ত হবে।’

বাংলার চোখ নিউজ

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews