ঢামেক প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনে গাড়ির ধাক্কায় রনি আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মে) রাত সোয়া দশটায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রনি আহমেদের খালাতো ভাই হীরা বলেন, যাত্রাবাড়ী মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রনি আগে বাসের সুপারভাইজার হিসেবে কাজ করত। বর্তমানে কী করে সে বিষয়ে কিছু জানি না।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল্লাহ খান বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা হতে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে।