1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় নিহত ৬
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৫৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় নিহত ৬

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

আরকাবুলতা ড্যাম রোডের একটি বাসার ভেতরে এক নারী খুন হন। এ গুলির ঘটনায় তাঁর স্বামীও আহত হন। তবে তাঁর গায়ে গুলি লেগেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

টেইট কাউন্টির ডেপুটিরা (কর্মকর্তা) সন্দেহভাজনকে আরকাবুলতা ড্যাম রোডে একটি গাড়িতে বসে থাকতে দেখেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাঁকে হেফাজতে নেওয়া হয়। সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

সন্দেহভাজনকে হেফাজতে নেওয়ার পর আরও চার ব্যক্তির মরদেহের খোঁজ পান কাউন্টির ডেপুটিরা। আরকাবুলতা ড্যাম রোডের একটি বাড়ির ভেতরে দুইটি আর বাইরে দুটি মরদেহ পাওয়া যায়।

টেইট কাউন্টি মিসিসিপি অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমে অবস্থিত। গুলির ঘটনাটি গভর্নর টেইট রিভসকে অবহিত করা হয়েছে। এক টুইটে তিনি বলেন, এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি একাই এসব ঘটনা ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews