1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | যে কারণে টেস্ট খেলছেন না তামিম
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৭:৫২ পূর্বাহ্ন

যে কারণে টেস্ট খেলছেন না তামিম

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ দলের ক্রিকেটাররা ৩৬২ টেস্ট খেলেছেন। টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে থেকে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

টস জিতে বোলিং নিয়ে টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক চমক দিয়েছেন। সঙ্গে চমক দিয়ে জানিয়েছেন ওপেনার তামিম ইকবাল একাদশে নেই। কারণ পেটের অসুখে ভুগছেন ৬৪ টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন ওপেনার।

এর আগে তামিম ইকবাল গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি। ঘরের মাঠে গত বছরের শেষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও মিস করেছিলেন তিনি। যেতে পারেননি জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরেও। দীর্ঘদিন পরে দেশসেরা ওপেনার টেস্ট একাদশে ফিরতে মুখিয়ে ছিলেন।

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকার একাদশ
ডিন এলগার, সারেল আরউই, কিগান পিটারসন, রায়ান রিকিলটন, টেম্বা বাভুমা, কাইল ভারাইনে (উইকেটরক্ষক), ওয়ান মুলদার, সিমন হারমার, কেশব মহারাজ, ডুয়াইনি অলিভিয়ের, লিজার্ড উইলিয়ামস।

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews