1. [email protected] : mainadmin :
  2. [email protected] : Mohsin Molla : Mohsin Molla
  3. [email protected] : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | রংধনু রূপে সানি লিওন
বুধবার, ২০ অক্টোবর ২০২১, ০৮:০৬ অপরাহ্ন

রংধনু রূপে সানি লিওন

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক :

মালদ্বীপে হঠাৎ রংধনুর দেখা। তাও বিনা বৃষ্টিতেই। সাধারণত বৃষ্টির পর রোদ উঠলে আকাশে রংধনু দেখা দেয়। এবারের ব্যতিক্রমী ঘটনা ঘটল সানি লিওনের পোশাকের কারণে।

সপরিবার মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন সানি। প্রতি মুহূর্তের আপডেট ফুটে উঠছে তার টুইটারে। বিভিন্ন রূপে নিজের ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখছেন। সোমবার রংধনু রঙে নিজেকে অনুরাগীদের সামনে তুলে ধরেন সানি। পেছনে উন্মুক্ত আকাশ। সামনে সানি সত্যিই যেন রঙধনুর মতো একরাশ রঙে ভরিয়ে তুললেন অনুরাগীদের মন।

ওই ছবিতে দেখা যায়, গোড়ালি পর্যন্ত বিস্তৃত বাঁ কাঁধ কাটা রঙধনু রঙের একটি পোশাক পরে দাঁড়িয়ে আছেন সানি। তার চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দ। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘দ্বীপে ঘুরে বেড়ানোর আদর্শ পোশাক।’

বেশ কয়েক দিন ধরেই মালদ্বীপে রয়েছেন সানি। কখনও সমুদ্র সৈকতে বালির উপর শুয়ে ছবি তুলতে দেখা গেছে তাকে, কখনও বিশালাকার ম্যাকাও পাখি কাঁধে বসিয়ে উপভোগ করেছেন। স্বামী ড্যানিয়েলের সঙ্গে নৈশভোজের একটি ভিডিও পোস্টও করেছেন তিনি।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন...

Leave a Reply

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ  
Theme Customized BY LatestNews