1. [email protected] : mainadmin :
  2. [email protected] : subadmin :
বাংলার চোখ | রমজানের শুভেচ্ছা বলিউডের ৪ নায়িকার
রবিবার, ০৯ মে ২০২১, ০৯:৪৩ অপরাহ্ন

রমজানের শুভেচ্ছা বলিউডের ৪ নায়িকার

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

বাংলার চোখ সংবাদ :

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। মুসলিমদের বিশেষ মাসের আগমনে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের অনেক তারকা। বুধবার (১৪ এপ্রিল) সামাজিক মাধ্যমে পবিত্র রমজানের শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন বলিউডের অভিনেত্রী সারা আলী খান, হিনা খান, গওহর খান এবং হুমা কুরেশি।

সারা আলী খান ইনস্টাগ্রাম স্টোরিতে কাশ্মিরের গুলমার্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন। অন্যদিকে হিনা খান হলুদ সালওয়ার কামিজ পরা হাস্যোজ্জ্বল ছবি দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রমজানের শুভেচ্ছা।’

হিনা খান

আরেক অভিনেত্রী হুমা কুরেশি কালচে-গোলাপি লেহেঙ্গা পরা ছবি প্রকাশ করেন। সম্প্রতি জ্যাক স্নাইডার পরিচালিত নেটফ্লিক্সের সিনেমা আর্মি অব দ্য ডেডের ট্রেইলারে দেখা যায় তাকে। ইনস্টাগ্রামে নায়িকা ছবিটির ক্যাপশনে লেখেন, ‘চাঁদ মোবারক এবং রমজান মোবারক। এক মাস রোজা পালনের মাধ্যমে ক্ষমা, মহত্ত্ব ও উদার হয়ে উঠি।’

হুমা কুরেশি

এছাড়া অভিনেত্রী গওহর খান ইনস্টাগ্রামে ভক্তদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। পোস্টে তিনি লেখেন, ‘রমজান সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনুক, আমিন। মানুষকে বিচার করা থেকে বিরত থেকে ইবাদতে আমরা মনযোগ দিই। বিশ্বের সব মানুষকে আল্লাহ মহামারি থেকে মুক্তি দিন। এই রমজানে ক্ষুধার্ত পাক খাবার, নির্যাতিত মানুষ পাক স্বাধীনতা, শুভবুদ্ধির উদয় হোক।’

গওহর খান

উল্লেখ্য, হুমা কুরেশিকে সর্বশেষ জি-ফাইভ প্রযোজিত সিনেমা ‘ঘুমকেতু’তে দেখা যায়। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি তিনি হলিউডের সিনেমা ‘আর্মি অব দ্য ডেড’, তামিললের ‘বালিমাই’ এবং অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটোম’-এ অভিনয় করেছেন।

অন্যদিকে শিগগিরই ‘বেদার্দ’ নামে মিউজিক ভিডিও শীঘ্রই দেখা যাবে হিনা খানকে। সারা আলি খানকে সর্বশেষ অভিনয় করেছিলেন ‘কুলি নম্বর ওয়ান’-এ।

সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার করুন...

Leave a Reply

এই বিভাগের আরও খবর...
© All rights reserved © 2021 www.banglarchokhnews.com  
Theme Customized BY LatestNews