1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:৫১ অপরাহ্ন

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত বছরের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বাদী হয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) মতিহার থানায় এই মামলা করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

আসামিরা হলেন রাবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শফিউল্লাহ, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফজলুল করিম মাহিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ইয়াছির আরাফাত, ফিশারিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আলিফ হোসেন, ফোকলোর বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী নজরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের ২০১২১-২২ সেশনের শিক্ষার্থী আল শামস তামিম এবং লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শিশির আহমেদ।

মামলা সূত্রে জানা যায়, ২০২১-২২ সেশনে প্রথমবর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা চলাকালে তিন ইউনিটে অসদুপায় অবলম্বন করে অংশ নেন অভিযুক্তরা। এতে ইয়াছির আরাফাত ও নজরুল ইসলামের হয়ে শিশির আহমেদ, আলিফ হোসেনের হয়ে ফজলুল করিম মাহিন, আল শামস তামিমের হয়ে শফিউল্লাহ প্রক্সি পরীক্ষায় অংশ নেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ এনে একটি এজহার দায়ের করা হয়েছে। যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

বাংলার চোখ নিউজ

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews