বাংলাদেশের গীতিকবি রিপন মাহমুদের কথায় তৈরি হচ্ছে বলিউডের মেলোডি কিং কুমার শানুর গানচিত্র ‘প্রেম কাহিনি’।
২৫ জুলাই গানটির রেকর্ডিং হয়েছে কলকাতায়। এটির সংগীত পরিচালনা করেছেন সেখানকারই পল্লব গৌতম। সেই গানটির সূত্র ধরে প্রস্তুতি চলছে দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণের। যার শুটিং হবে ভারতের জম্মু-কাশ্মির অঞ্চলের বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য স্থান লাদাখে। ভিডিওটি নির্মাণ করছেন ঢাকার এমএইচ রিজভী। আর তাতে অভিনয় করছেন ঢাকার মডেল সাজ্জাদ চৌধুরী ও কলকাতার একজন অভিনেত্রী।
এদিকে কুমার শানুর জন্য লিখতে পেরে উচ্ছ্বসিত রিপন মাহমুদ। তিনি বলেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো ঘটনা। ভাবিনি কখনও এমন কিংবদন্তির কণ্ঠে আমার লেখা গান উঠবে। এরজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সানু স্যার ও গৌতম দার প্রতি। আশা করছি গানটি প্রকাশের পর সবাই পছন্দ করবেন।’
এর আগেও আকাশ মাহমুদের কথায় বেশ কিছু গান আলোচনায় আসে। এরমধ্যে ‘এক দেহেতে’, ‘টাকার মেশিন’ উল্লেখযোগ্য।
বাংলার চোখ নিউজ