পারভেজ আহমেদ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজায় জোরপূর্বক ভাবে বালু ভরাট করায় ভূমিদস্যু ও মাদকের বিরুদ্ধে মানববন্দন কর্মসূচী পালন করেন কায়েতপাড়া এলাকাবাসী ও বাংলাদেশ মানবাধিকার রূপগঞ্জ আঞ্চলিক শাখার সকল সদস্য বৃন্দরা। (২২ অক্টোবর) বেলা ১১টার সময় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী বীর প্রতীক গাজী সেতুতে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের রূপগঞ্জ আঞ্চলিক শাখার সেক্রেটারী সুমন মাষ্টার, নির্বাহী সভাপতি ডাঃ মীর মোহাম্মদ মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর আবু, কবি নায়েব আলী, দ্বীন ইসলাম, মেহেদী হাসান, বিউটি আক্তার সহ কায়েতপাড়া ইউনিয়নের এলাকাবাসী। এসময় বক্তারা বলেন, ভূমি দস্যুরা এদেশের অসহায় মানুষের জমি জোরপূর্বক ভাবে দখল করে তাদের ভিটে ছাড়া করছে এবং জোরপূর্বক জমিতে বালু ভরাট করছে। অন্যদিকে মাদক দেশ ও জাতিকে ধ্বংস করছে। তাই ভুমিদস্যু ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এই বিভাগের আরও খবর...