রূপগঞ্জে বাৎসরিক সম্মেলন ও প্রতিবন্ধীদের মাঝে অটিজম সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী গ্রামে আমরা জোনাকির দল সংগঠনের বাৎসরিক সম্মেলন ও অটিজম সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়। শনিবার (১০ অক্টোবর) সংগঠনের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর (মাষ্টার)। শতাধিক প্রতিবন্ধীদের মাঝে অটিজম সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয় পরে হাজী তমিজউদ্দিন ভূইয়া আইডিয়াল স্কুলে বৃক্ষ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুলিয়াদী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মহিউদ্দিন ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, জামির হোসেন দেওয়ান, নোয়াগাও গ্রামের সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম তমিজউদ্দিন রাজ, সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম মোল্লা মাষ্টার, হাজী মহউদ্দিন ভূইয়া আইডিয়াল স্কুলের সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া, সমাজ সেবক মোঃ বাদল তালুকদার আরোসহ আরো উপস্থিত ছিলেন আমরা জোনাকির দল সংগঠনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট বোরহান উদ্দিন ভূইয়া রনি, শরীফ, শফিকুল, খোরশেদ, মাহবুব, মোবারক, মুনসুর, মাহমুদুল, আরিফ, বুলবুল ও এলাকাবাসীর গণমান্য ব্যক্তিগণ।