বাংলার চোখ সংবাদ :
আজ দুপুর ১ ঘটিকায় ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল, নারায়ণগঞ্জ এর করোনা চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ও অন্যান্য স্টাফদের জন্য পনেরশত সার্জিক্যাল মাস্ক, পাঁচশত ক্যাপ ও হ্যান্ড স্যানিটাইজার, উক্ত হাসপাতালের পরিচালক ডা. গৌতম রায় এর নিকট প্রদান করা হয়. এই স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীগুলো হাসপাতাল পরিচালকের হাতে তুলে দেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ ফোর্টের প্রেসিডেন্ট রোটারিয়ান সঞ্জয় রয়, পিএইচএফ এবং প্রোগ্রাম চেয়ার ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডা. আল ওয়াজেদুর রহমান, পিএইচএফ.
উক্ত প্রোগ্রামে রোটারি ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান ফয়সাল কায়েস, প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান সাঈদ হাসান, ভাইস প্রেসিডেন্ট নাদিম হোসেন,পিএইচএফ. হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দীন সঞ্চয়, সহকারী রেজিস্ট্রার ডা.আব্দুল মালেক, সিনিয়র মেডিকেল অফিসার ডা. অলোক কুমার সাহা ও কনসালটেন্ট ডা. ইফতেখার সাগর