শহিদুল ইসলাম :
র্যাবের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক যুবক আটক। জয়পুরহাটের পাঁচবিবি থানার চেচড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ আনিরুল ইসলাম (২৯) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে র্যাব।
গাঁজাসহ যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, প্রতিবেদককে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিঃ পুলিশ সুপার জাহিদ এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার আমিনুল এর নেতৃত্বে রবিবার ভোর সোয়া ৫ টারদিকে জেলার পাঁচবিবি থানার চেচড়া গ্রামের মোঃ আব্দুল আজিতের ছেলেকে গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যুবক দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো স্বিকার করেছেন। পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।
//এমটিকে