1. [email protected] : mainadmin :
  2. [email protected] : Mohsin Molla : Mohsin Molla
  3. [email protected] : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | লন্ডনে আইয়ুব বাচ্চুর নামে গাড়ির নেমপ্লেট!
বুধবার, ২০ অক্টোবর ২০২১, ০৭:০২ অপরাহ্ন

লন্ডনে আইয়ুব বাচ্চুর নামে গাড়ির নেমপ্লেট!

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

বাংলার চোখ নিউজ :

আইয়ুব বাচ্চু আর তার ব্যান্ড দল এলআরবি প্রতি ভালোবাসার অনন্য নজির দেখালেন লন্ডন প্রবাসী ঈনুল ওয়াদুদ (সুমন)। গিটার জাদুকরের নামে নিজের গাড়ির নেমপ্লেট নিবন্ধন করেছেন এই ভক্ত। সেখানে লেখা, “AB 62 LRB”। এবি মানে আইয়ুব বাচ্চু, ৬২ তার জন্ম সাল এবং ব্যান্ড এলআরবি। আইয়ুব বাচ্চুর ফ্যান ক্লাবের ফেসবুক গ্রুপে ছবিসহ এসব তথ্য জানান সুমনের বড় ভাই সাইফুল।

বড় ভাই মোহাম্মদ সাইফুল ওয়াদুদের দেখাদেখি কিংবদন্তি এ গায়কের প্রতি ভালোবাসা তৈরি হয় সুমনের। এরপর হয়েছেন আইয়ুব বাচ্চুর ভক্ত।

সাইফুল ওয়াদুদ বলেন, “দেশে থাকতে অনেক আগে সুমন একবার আইয়ুব বাচ্চুর নাম্বারে কল দিয়েছিল। তবে উনার কণ্ঠ শোনার পর বাকরুদ্ধ হয়ে পড়ে। কথা বলতে পারেনি। সাহস করে কথা বলতে না পেরেও আইয়ুব বাচ্চুর সুর তার মনে কতটা গভীর হয়েছিল, তা এই গাড়ির নম্বর দেখলে বোঝা যায়। এরকম মনমতো নম্বর পেতে অতিরিক্ত টাকা খরচ করতে হয়। কিন্তু আইয়ুব বাচ্চুর সম্মান সুমনের কাছে অনেক মূল্যবান। তাই তিনি এটা করেছেন।”

উল্লেখ্য, চট্টগ্রামে ১৯৬২ সালের ১৬ আগস্ট জন্ম হয়েছিল আইয়ুব বাচ্চুর এবং ২০১৮ সালের ১৮ অক্টোবর পৃথিবী থেকে বিদায় নেন তিনি।

এমটিকে//বাংলারচোখ

শেয়ার করুন...

Leave a Reply

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ  
Theme Customized BY LatestNews