সাব্বির হোসেন :
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখী ও খেসারী ফসলের অবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের সামনে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মোস্তফা মশিউল আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, শেখ আলাউদ্দিন মজুমদার প্রমুখ।
এ সময় উপজেলার চারটি ইউনিয়নের দুইশত প্রান্তিক কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।
এমটিকে//বাংলারচোখ