সাব্বির হোসেন :
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় প্রতিবন্ধিদের মধ্যে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)।
বুধবার সকাল ১০টায় ৩নং রায়েন্দা ইউনিয়ন পরিষদ কার্যালয় অনুষ্ঠানিকভাবে বিভিন্ন সহায়ক উপকরন বিতরন করা হয়।
এ সময় উপজেলার সদর ৩নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ইউপি সদস্য জালাল আহম্মেদ রুমি, সিডিডি প্রকল্প কর্মকর্তা এলেক্স মজুমদার, উপজেলা ম্যানেজার মোঃ সোহরাব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ৩২ জন প্রতিবন্ধি ব্যাক্তিকে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, ইস্টান্ডিং টেবিল, সাদা ছড়ি, এ্যালবো ক্যাচ, এক্সিলারি ক্যাচ, টয়লেট চেয়ার, ওয়াকবে সহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। চলতি বছরে এ ধরনের আরো উপকরন বিতরন করা হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানান।
//এমটিকে