1. [email protected] : mainadmin :
  2. [email protected] : Mohsin Molla : Mohsin Molla
  3. [email protected] : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | শাশুড়ির কাছে শাহরুখ খানের বিশেষ আবদার
রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ০১:২৫ অপরাহ্ন

শাশুড়ির কাছে শাহরুখ খানের বিশেষ আবদার

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১


বিনোদন ডেস্ক :

বলিউড বাদশাহ শাহরুখ খানের শাশুড়ি বলে কথা। বিন্দাস নাচেন তিনি। সম্প্রতি তার নাচের একটি ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন মেয়ের জামাই শাহরুখ। সেটা দেখে বিশেষ আবদারও করে বসলেন তিনি।

শাশুড়ির কাছে নাচ শিখতে চান কিং খান। এই ইচ্ছে প্রকাশ করেছেন টুইটারে।

শাহরুখ শুধু পর্দাতেই রোমান্সের ফুল ফোটান না, বাস্তবেও তিনি বেশ রোম্যান্টিক। যখন গৌরীকে বিয়ে করেছিলেন, তখন তিনি বলি-বাদশা হয়ে ওঠেননি। তারপর আসে গ্ল্যামার দুনিয়ার সাফল্য। ক্রমে ক্রমে বলিপাড়ার নম্বর ওয়ান খান হয়ে ওঠেন শাহরুখ।

এর মধ্যে বহু অনস্ক্রিন জুটি পালটেছে। কিন্তু তার জীবনের জুটি আজও অটুট। গৌরীর মা সবিতা ছিব্বরের সঙ্গেও শাহরুখের খুব ভাল সম্পর্ক।

বৃহস্পতিবার মা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার নাচের ভিডিও টুইট করেন গৌরী। ইউরো ক্যারিবিয়ান ভোকাল গ্রুপ বনি এম.-এর বিখ্যাত ‘ড্যাডি কুল’ গানে নেচেছেন সবিতা ছিব্বার। ক্যাপশনে মায়ের উদ্দেশ্যে গৌরী লিখেছেন, ‘কেউ তোমার সঙ্গে নাচে পাল্লা দিতে পারবে না… শুভ জন্মদিন মা।’

গৌরীর এই ভিডিও শেয়ার করেই আবার শাহরুখ লেখেন, ‘হ্যাঁ, শাশুড়ির কাছ থেকে নাচটা এবার শিখতেই হবে।’

তার সেই টুইটের নিচে ভক্তদের মন্তব্য জমা হয়েছে প্রচুর। অনেকে শাহরুখের শাশুড়িকে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছেন। তবে সবাই শাহরুখের শাশুড়ির নাচ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন।

এমএম/বাংলারচোখ

শেয়ার করুন...

Leave a Reply

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ  
Theme Customized BY LatestNews