শীতলক্ষ্যায় সাবিত আল হাসান লঞ্চ ডুবির ঘটনায় ঘাতক জাহাজ এসকেএল-৩ কে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ১৪ স্টাফসহ এসকেএল-৩ আটক করা হয়েছে।
তবে কোস্টগার্ডের মিডিয়া সেলের কর্মকর্তা মিরাজ আহমেদ জাগো নিউজকে বলেন, কোস্টগার্ড একটি জাহাজকে আটক করেছে। তবে জাহাজটি এসকেএল-৩ কি-না তা নিশ্চিত হতে নৌপুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার (এসপি) মিনা মাহমুদা জাগো নিউজকে বলেন, একটি কার্গো জাহাজ কোস্টগার্ড আটক করেছি শুনেছি। আমাদের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছে।
যেহেতু মামলা হয়েছে সেহেতু জাহাজটিসহ আটক স্টাফদের আমাদের কাছে হস্তান্তর করবে। পরে আমরা বিস্তারিত জানাবো।