1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | সাজার সাড়ে ৯ বছর পর মাদক কারবারি গ্রেফতার
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:০৭ অপরাহ্ন

সাজার সাড়ে ৯ বছর পর মাদক কারবারি গ্রেফতার

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মোঃ জাহাঙ্গীর আলম নামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর উপজেলার ব্রজপাটলী গ্রামের আনসার গাজীর ছেলে।

র‌্যাব জানায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। ২০১৩ সালের আগস্টে ১ হাজার ২২ বোতল ফেনসিডিলসহ তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। তার নামে নড়াইলের সদর থানায় মামলা হয়। জামিনে মুক্তি পেয়ে তিনি ফের মাদক কারবারি করতে থাকেন। আদালত ওই মামলায় জাহাঙ্গীরের যাবজ্জীবন সাজাসহ অর্থদণ্ড দেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতসহ দেশে পালিয়ে বেড়ান জাহাঙ্গীর। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews