মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সীমান্তের আট কিলোমিটারের বাইরে বিজিবি সদস্যের মাধ্যমে ফায়ারের ঘটনা ঘটলে নির্বাহী তদন্তের (এক্সিকিউটিভ ইনকোয়ারি) মাধ্যম যৌক্তিকতা যাচাই করা প্রয়োজন বলে মনে করে খাগড়াছড়ি জেলা প্রশাসন। এ প্রস্তাবের সপক্ষে যুক্তি হিসেবে বলা হয়, পার্বত্য জেলাগুলোতে সীমান্তের আট কিলোমিটারের বাইরে বিজিবির গুলিবর্ষণের ক্ষেত্রে নির্বাহী তদন্ত হবে কিনা বা গুলিবর্ষণের ঘটনা ঘটলে কোন পদ্ধতিতে নির্বাহী তদন্ত করা হবে, সে বিষয়ে কোনও সুস্পষ্ট নির্দেশনা নাই। এতে সীমান্তের আট কিলোমিটারের বাইরে দেশের অভ্যন্তরে বিজিবি সদস্যদের মাধ্যমে গুলিবর্ষণের ঘটনার আইনগত নিষ্পত্তি হচ্ছে না। এ সংক্রান্তে যদি সুস্পষ্ট নির্দেশনা থাকে তাহলে গুলিবর্ষণের ঘটনা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।
বাংলার চোখ নিউজ