1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:০৩ অপরাহ্ন

সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি।চোখের জটিলতায় ভুগছেন । তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।

তিনি বলেন, আজ সোমবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বাবা। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করা হবে তার। এবার মূলত চোখ দেখাতে যাবেন তিনি। অন্যান্য অসুস্থতার পাশাপাশি চোখের জটিল সমস্যায়ও ভুগছেন তিনি। সব মিলিয়ে ১০ দিন সিঙ্গাপুরে থাকবেন বাবা। নিয়মিত চেকআপ শেষে দেশে ফিরবেন।

 

এর আগে ২০২২ সালেও চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

 

বাংলার চোখ নিউজ

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews