1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | সৌদি আরবে সাপ্তাহিক ছুটি হতে পারে তিন দিন
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:২৬ অপরাহ্ন

সৌদি আরবে সাপ্তাহিক ছুটি হতে পারে তিন দিন

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩
ফাইল ছবি

সপ্তাহে চার দিন কাজ এবং তিন দিন ছুটির বিষয় নিয়ে ভাবছে সৌদি আরব। বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ এক টুইট বার্তায় জানানো হয়, সৌদি আরবের বর্তমান শ্রম ব্যবস্থাপনা পর্যালোচনার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির বিষয় বিবেচনাধীন রয়েছে।

কাজকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে দেশটি এমন পদক্ষেপ নিচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

গত বছরের জানুয়ারিতে শারজাহর সরকারি সংস্থাগুলো সপ্তাহে চার দিন কর্ম দিবস নির্ধারণ করে। শারজাহর নির্বাহী পরিষদের তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে চালানো এক গবেষণায় দেখা যায়, নতুন নিয়মের কারণে সরকারি সংস্থাগুলোতে ৮৮ শতাংশ কর্মীর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে সৌদি আরবের অধিকাংশ প্রতিষ্ঠানে সাধারণত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি নির্ধারিত রয়েছে। এখন তা এক দিন বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশে সপ্তাহে তিন দিন ছুটি নির্ধারিত রয়েছে। এতে একদিকে যেমন উৎপাদন বাড়ছে তেমনি অসুস্থতার কারণে কর্মীদের নেওয়া ছুটিও কমছে।

সূত্রঃ গালফ নিউজ

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews