বাংলার চোখ সংবাদ :
মুক্তিযদ্ধে অবদানকারী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামের মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী হাজী হাবিবউল্লাহ (হবি হাজী) গতকাল রাত ১২ টায় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন। তাহার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সমিতির শোক প্রকাশ করেছেন । তিনি ও তার সহধর্মিনী ১৯৭১ সালে ভারতের আগরতলা ট্রেনিং করতে যাবার পূর্বে অনেক মুক্তিযোদ্ধা তার বাড়িতে আশ্রয় নিতেন।
মুক্তিযোদ্ধাদের খাদ্য, পোশাক ও বিশ্রাম দিয়ে তিনি এক ইতিহাস রচনা করে শতাধিক মুক্তিযোদ্ধাদের মনে ঠাঁই পেয়েছেন। তার মৃত্যুর কথা শুনে এক মুক্তিযোদ্ধা অব. সোনালী ব্যাংকের ডিজিএম বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বলেন হবি হাজীর বাড়ির আপ্যায়ন ছিল অসাধারন। মুক্তিযোদ্ধার ইতিহাস মনে হলেই এই বাড়িটির অবদান সবচেয়ে বেশি মনে পরে।তার মৃত্যু আমার জন্য খুব কষ্ট দায়ক। হবি হাজীর মতো মানুষরাই প্রকৃত দেশ প্রেমিক আমি তার শান্তি কামনা করি।