1. mainadmin@banglarchokhnews.com : mainadmin :
  2. newsdhaka07@gamil.com : special_reporter :
  3. subadmin@banglarchokhnews.com : subadmin :
বাংলার চোখ নিউজ | অনলাইন সংস্করণ | ২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করলো ইরান
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ন

২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করলো ইরান

বাংলার চোখ সংবাদ
  • সময়ঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার প্রতিবাদকারীকে ক্ষমার ঘোষণা দিয়েছে ইরানের আইন কর্তৃপক্ষ। সোমবার আইন কর্তৃপক্ষের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই এই ক্ষমা ঘোষণা করেন। ইরানের সরকারি বার্তা সংস্থার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানি বার্তা সংস্থা ইরনা’র প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শুরুতে সর্বোচ্চ নেতা আলি খামেনি ‘হাজারো’ বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন। এদের মধ্যে কয়েকজন গ্রেফতার করা হয়েছে ভিন্নমত দমনের অভিযানে।

এজেই বলেন, প্রায় ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে। এদের মধ্যে ২২ হাজার বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

 ক্ষমা পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল কিনা তা স্পষ্ট করেননি ইরানি কর্মকর্তা।

গত বছর সেপ্টেম্বরে কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির কঠোর রক্ষণশীল পোশাকবিধি অমান্যের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এই বিক্ষোভে সব শ্রেণির মানুষ অংশ নেয়। এর ফলে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে ইসলামি সরকার।

সুত্র, রয়টার্স

শেয়ার করুন...

আরও খবর...
© All rights reserved © 2021 | বাংলার চোখ নিউজ
Theme Customized BY LatestNews