আকাশ মারমা মংসিং :
বান্দরবান রুমা উপজেলায় পরিষ্কার পরিছন্নতা গ্রাম মুনলাই পাড়া। সেই গ্রামে স্বাধীনতার ৫০ বছর পরে বিদ্যুৎতের আলো পৌছে দিয়েছে পার্বত্য মন্ত্রী। পার্বত্য চট্টগ্রামের বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় মুনলাই পাড়ার বিদ্যুৎ লাইন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামে বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
গত ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে রুমা উপজেলায় মুনলাই পাড়া গ্রামে পার্বত্য চট্টগ্রামের বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় ৯৯ লক্ষ অর্থের ব্যায়ের পাড়ায় নবনির্মিত লাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্প উদ্বোধন করেন।
এ সময় ফলক উন্মোচন ও বিদ্যুতের সুইচ চেপে বাতি জ্বালিয়ে এ বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন মন্ত্রী। এর মাধ্যমে মুনলাই পাড়া প্রতিষ্ঠার ৪১ বছরে ৬৫ পরিবারের বিদ্যুত পাওয়ার স্বপ্ন পূরণ হয়।
এর আগে পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিডি) এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রায় ৫০ কোটি টাকা অর্থের ব্যায়ের ২১টি প্রকল্প উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, এলজিডি নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, রুমা উপজেলায় নির্বাহী কর্মকর্তা মামুন শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার রেজা, উপজেলার চেয়ারম্যান উহ্লাচিং মারমা, বিদ্যু বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়াসহ এলাকাবাসী ও প্রিন্ট ইলেকট্রনিক গণমাধ্যমসহ ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিয় ছিলেন।
বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান সরকার আমলে কেউ অন্ধকারে বসবাস করবে নাহ। পাহাড়ের আনাচে কানাচে স্কুল, সড়ক, বিদ্যুৎ, মন্দির ইত্যাদি পৌছে দিয়েছি। আগামীতেও পাহাড়ের বিভিন্ন স্থানে উন্নয়নের ধারা বয়ে যাবে। তাই পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দেওয়া হবে।
অনুষ্ঠান শেষে বীর বাহাদুর ফাউন্ডেশন উদ্যেগে ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী ও পার্বত্য জেলা পরিষদ উদ্যেগে প্রশিক্ষিত নারীদের মাঝে এমব্রবডারী সেলাই মেশিন বিতরণ করা হয়।
//এমটিকে