নাজনীন আক্তার
প্রস্তাবিত অর্থনৈতিক জোনের পশ্চিম – দক্ষিণ কোনে মেঘনা নদীতে মেঘনা থানার চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান লতিফ সরকারের নেতৃত্বে একদল বালু খেকে প্রতিদিন অবৈধভাবে লোডিং ড্রেজার দিয়ে লক্ষ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করে যাচ্ছে। যার ফলে গত ৭নভেম্বর ২০২০ইং তারিখে হঠাৎ করেই চরলক্ষীপুর গ্রামের পশ্চিম পাশে নদীর ভাঙ্গন শুরু হয়েছে। এই ভাঙ্গনের কারণে উক্ত গ্রামের ২০টি পরিবার বসত ঘরের ভিটে মাটি ছেড়ে তারা অন্যত্র ঘর সরিয়ে নিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে অচিরেই মেঘনা নদীতে বিলীন হয়ে যাবে ১০০ ভূমিহীন পরিবারের জন্য ডেঙ্গুরকান্দি আশ্রয়ণপ্রকল্প, চরলক্ষীপুর নজরুল ইসলাম বাবু প্রাইমারি স্কুল, ৩টি মসজিদ, প্রস্তাবিত অর্থনৈতিক জোন, ১০০০ মানুষের বাড়িঘর ও ঝাউকান্দী, হাটচকেরকান্দী এবং ডেঙ্গুরকান্দি মৌজার হাজার হাজার বিঘা ফসলী জমি। এলাকার স্থানীয় ভুক্তভোগী জনগন এই অবস্থার পরিবর্তন চায়। নদী থেকে বালু উত্তোলনের পরিত্রাণ চায়। চরলক্ষীপুর গ্রামটি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেঘনা নদীর তীরে অবস্থিত।