নিজস্ব প্রতিবদেক:
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশন (জার্নালিস্ট অ্যালায়েন্স ফাউন্ডেশন অব বাংলাদেশ) এর নেতারা। শনিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের করেন। পরে জোটের নেতারা মাগরিববাদ কেন্দ্রীয় অফিসে বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে প্রশ্ন পর্ব আয়োজনের মাধ্যমে প্রকৃত ইতিহাস তুলে ধরেন।
প্র : জাতির জনকের নাম কী?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্র : শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করে কবে?
প্র : শেখ মুজিবুর রহমান নিহত হয় কবে?
প্র : বঙ্গবন্ধুর ডাক নাম কী ছিল?
প্র : বঙ্গবন্ধুর উপাধি কী ছিল?
উ : শেখ সাহেব, শেখ মুজিব, মিয়া ভাই।
প্র : বঙ্গবন্ধুর ভাই বোন কতজন ছিল?
প্র : বঙ্গবন্ধুর সন্তান কতজন ছিল?
উ : ৫জন (শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহেনা, শেখ জামাল ও শেখ রাসেল)।
প্র : বঙ্গবন্ধুর জন্মস্থান কোথায়?
উ : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
প্র : বঙ্গবন্ধুর পিতার নাম কী ছিল?
প্র : বঙ্গবন্ধুর মাতার নাম কী ছিল?
উ : সায়েরা খাতুন।
প্র : বঙ্গবন্ধু প্রথম শিক্ষা জীবন শুরু করে কোথায়?
উ : গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ।
প্র : বঙ্গবন্ধু এসএসসি পাশ করে কত সালে?
উ : ১৯৪২ সালে (মিশনারি স্কুল, গোপালগঞ্জ)।
প্র : বঙ্গবন্ধু বিএ পাশ করে কত সালে?
উ : ১৯৪৭ সালে (ইসলামিয়া কলেজ, কলকাতা)।
প্র : বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে কোথায় থাকতেন?
উ : বেকার হোস্টেল (২৪নং কক্ষ), কলকাতা।
প্র : বঙ্গবন্ধুর রাজনীতিতে অভিষেক হয় কখন?
উ : ১৯৪৪ সালে (ছাত্রলীগের সম্মেলনে কুষ্টিয়া)।
প্র : বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
প্র : বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হয় কত সালে?
প্র : বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন কেন?
উ : চতুর্থ শেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ।
প্র : বঙ্গবন্ধু প্রথম কারাভোগ করে কত সালে?
প্র : বঙ্গবন্ধু রাজনীতি কখন শুরু করে?
প্র : বঙ্গবন্ধু ‘আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
প্র : বঙ্গবন্ধু রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে কারাগারে অনশন শুরু
উ ; ১৪ ফেব্রুয়ারি ১৯৫২ সালে।
প্র : বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
প্র : যুক্তফ্রন্ট কত সালে গঠন হয়?
উ : ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে।
প্র : বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট নির্বাচনে কোন আসন থেকে বিজয়ী হন?
প্র : বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উ ; যুক্তফ্রন্ট (১৯৫৪ সালে)।
প্র : বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দলটির নাম কী?
উ : কম্বাইন্ড অপজিশন পার্টি (১৯৬৪ সালে)।
প্র : বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয় কত সালে।
প্র : বঙ্গদেশে অসহযোগের ডাক দেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্র : বাঙালির মুক্তির সনদ কী?
উ : ছয়দফা আন্দোলন (১৯৬৬ সালে)।
প্র : ছয়দফা দাবি উত্থাপন করেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্র : ছয়দফা দাবি কোথায় উত্থাপন করেন?
প্র : বঙ্গবন্ধু ছয়দফা প্রথম কবে ঘোষণা করে?
প্র : আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহিত হয় কবে?
প্র : বঙ্গবন্ধু আনুষ্ঠানিক ভাবে “ছয়দফা’ কবে ঘোষণা করে?
উ : কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
প্র : ছয়দফার প্রথম দফা কী ছিল?
প্র : আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের হয়?
উ : ৩ জানুয়ারি ১৯৬৮ সালে।
প্র : আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন?
প্র : আগরতলা ষড়যন্ত্র মামলার ১নং আসামী কে ছিলেন?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্র : আগরতলা ষড়ন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়?
উ : রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
প্র : আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয় কবে।
উ : ২২ ফ্রেবুুয়ারি ১৯৬৯ সালে।
প্র : বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরণ করে কবে?
উ : ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে ।
প্র : শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধি পান কবে।
উ : ২৩ ফেব্রæয়ারি ১৯৬৯ সালে।
প্র : ‘বঙ্গবন্ধু উপাধি কোথায় দেওয়া হয় কোথায়?
উ : রেসকোর্স ময়দান, ঢাকা।
প্র :‘বঙ্গবন্ধু’ জাতির জনক উপাধি লাভ করে কত সালে।
প্র : ৭ মার্চ ১৯৭১ সালে ঐতিহাসিক ভাষণ দেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্র : বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণদেন কোথায়?
প্র : বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উ : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের
সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
প্র : বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে কখন?
উ : ২৬ মার্চ ১৯৭১ সালে প্রথম প্রহরে।
প্র : মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু গ্রেফতার হয় কখন?
উ : ২৬ মার্চ ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণার পর।
প্র : মুজিবনগর সরকার গঠন হয় কবে?
প্র : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্র : বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্র : বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পায় কবে?
উ : ৮ জানুয়ারি ১৯৭২ সালে।
প্র : বঙ্গবন্ধু মুক্তির পর কোন দুটি দেশ হয়ে দেশে ফেরেন?
প্র : বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উ : ১০ জানুয়ারি ১৯৭২ সালে।
প্র : বঙ্গবন্ধু দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে কবে?
উ : ১০ জানুয়ারি ১৯৭২ সালে।
প্র : বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণদেন কবে?
উ : ২৩ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
প্র : বঙ্গবন্ধু শান্তির জন্য ‘জুলিওকুরি পদক’ লাভ করে কবে?
উ : ১৮ অক্টোবর ১৯৭২ সালে (ফ্রান্স)।
প্র : বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হয় কখন?
উ : ১৫ আগস্ট ১৯৭৫ সালে (ভোরের প্রহরে)।
প্র : বঙ্গবন্ধুর স্বপরিবারে কারা হামলা করে?
উ : সেনাবাহিনীর এক দল ঘাতক।
প্র : বঙ্গবন্ধুর স্বপরিবার কোথায় নিহত হয়?
উ : ৩২ নম্বর বাসভবন, ধানমন্ডি, ঢাকা।
প্র : বঙ্গবন্ধু স্বপরিবারের বেঁচে যাওয়া ২জনের নাম কী?
উ : শেখ হাসিনা ও শেখ রেহেনা।
উ : শেখ হাসিনা ও শেখ রেহেনা তখন কোথায় ছিলেন?
প্র : বঙ্গবন্ধুর কতজন খুনীকে আদালত মৃত্যুদণ্ডাদেশ দেন?
প্র : বঙ্গবন্ধুর কতজন খুনীকে এ পর্যন্ত ফাঁসি দেওযা হয়?
উ : ৬জন। সর্বশেষ তথ্য-আগস্ট ২০২০
প্র : প্রথম বাঙালি হিসেবে জাতিসংঘে ভাষণদেন কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্র : বিবিসি জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয় কে?
উ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (২০০৪ সালে)।
প্র : বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রথম লেখা কী?
প্র : ‘অসাপ্ত আত্মজীবনী’ বইটি প্রকাশিত হয় কত সালে?
প্র : বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সর্বশেষ লেখা কী?
প্র : ‘আমার দেখা নয়াচীন’ বইটির ভূমিকা লিখেছেন কে?
প্র : ‘আমার দেখা নয়াচীন’ ভ্রমণকাহিনী রচিত হয় কত সালে?
প্র : ‘আমার দেখা নয়াচীন’ বইটি প্রকাশিত হয় কত সালে?
প্র : বঙ্গবন্ধুর নামে চেয়ারস্থাপন করে কোন বিশ্ববিদ্যালয়?
উ : ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা
বিশ্ববিদ্যালয় ও এশিয়ান ইনস্টিটিউট থ্যাইল্যান্ড।
প্র : বঙ্গবন্ধুর রচিত বইসমূহের নাম কী?
উ : অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনমোচা, আমার
এই বিভাগের আরও খবর...